বাংলাদেশকে ঠিক কবে করোনার টিকা দেয়া হবে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে না

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বাংলাদেশকে ঠিক কবে করোনার টিকা দেয়া হবে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে না। তবে দ্রুত টিকা দেয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী।
সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় তিনি এ কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সঙ্গীতা দোরাই স্বামী। ভারতীয় হাইকমিশনার বলেন, আখাউড়া-আগরতলা রেললাইনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। করোনা পরিস্থিতির কারণে মাঝখানে কিছুটা বিলম্ব হলেও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে এমনটাই আশা করেন তিনি। দু’দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানান তিনি।