বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিডিসি সভাপতিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দের সাথে ৩৭ দুর্গম ও প্রত্যন্ত এলাকার কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি-সিডিসি সভাপতিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার। সভায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩ হাজার পরিবারের মাঝে চলমান ইকোসেক ও ওয়াশ প্রকল্পের অগ্রগতি, উদ্ভুত সমস্যা ও ভবিষ্যৎ করনীয় বিষয়ে আলোচনা করা হয়। এসময় খাগড়াছড়ি ইউনিটের কর্মকর্তা আবদুল গনি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইকোসেক প্রকল্পের কর্মকর্তা বাকী বিল্লাহ এবং ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রসের প্রতিনিধি রাকিবুল হাসানসহ সিডিসি সভাপতিগণ বক্তব্য রাখেন।