বাংলাদেশ ম্যাচে স্টাম্প ভাঙার শাস্তি হরমনপ্রীতকে

- আপডেট সময় : ১২:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
মেয়েদের ক্রিকেটে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত আগামী দুইটি ম্যাচ খেলতে পারবেন না। সিদ্ধান্ত আইসিসি-র।
হরমনপ্রীত এশিয়ান গেমসের প্রথম দুইটি ম্যাচ খেলতে পারবেন না। তাকে চারটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।
বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে আউট হওয়ার পর সিদ্ধান্ত মানতে না পেরে ব্যাট দিয়ে উইকেট ভেঙে দেন হরমনপ্রীত। এর জন্য তার ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেয়া হয়েছে। তিনটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন হরমনপ্রীত। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারের প্রবল সমালোচনা করেন তিনি। তার জন্য আরো ২৫ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে। একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
এর ফলে একটি টেস্ট বা দুইটি আন্তর্জাতিক ম্যাচ বা দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন না তিনি। যে ম্যাচ আগে হবে, সেখানে এই শাস্তি বলবৎ হবে। ভারতীয় নারী দলের পরের খেলা এশিয়ান গেমসে।
২৩ সেপ্টেম্বর থেকে চীনে এশিয়ান গেমস হবে। সেখানে পুরুষ ও মেয়েদের ক্রিকেট দল পাঠাচ্ছে ভারত। সেখানেই প্রথম দুই ম্যাচে হরমনপ্রীত খেলতে পারবেন না।
বাংলাদেশ ম্যাচে হরমনপ্রীতের ব্যবহার নিয়ে দেশেও সমালোচনা হচ্ছে। সাবেক ক্রিকেটার মদনলাল বলেছেন, হরমনপ্রীতের এই ব্যবহার মানা যায় না।
ডয়চে ভেলে