বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০২:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বাণিজ্য ও বিনিয়োগ এবং যোগাযোগ বৃদ্বিতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে মালদ্বীপের কুরুম্বা দ্বীপে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ ও ফার্স্ট লেডীর দেয়া রাষ্ট্রীয় ভোজ সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বাণিজ্য বিনিয়োগ এবং জনগণ পর্যায়ে যোগাযোগ বাড়াতে দ্বিপক্ষীয় সম্পর্ক অবশ্যই বৃদ্ধি করতে হবে। শেখ হাসিনা বলেন, করোনা মহামারির সময়ে বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। আন্তঃদ্বীপ সংযোগ, গ্রীণ টুরিজম, জলবায়ু উপযোগি অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে মালদ্বীপের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনায় প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ’র প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে তাঁর সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরের আজ তৃতীয় দিন। এই দিন মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন কমিনিউটি প্রতিনিধিদের অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগ দেয়ার কথা রয়েছে তাঁর।