বাংলাদেশ মাফিয়াদের দখলে আল জাজিরার প্রতিবেদন মিথ্যা প্রমাণ করতে সরকারের প্রতি আহ্বান
- আপডেট সময় : ০১:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
বাংলাদেশ মাফিয়াদের দখলে আল জাজিরার প্রতিবেদন মিথ্যা প্রমাণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন। সমাবেশে অংশ নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা গণতন্ত্রকে মুক্ত করতে বেগম জিয়ার মুক্তি অপরিহার্য-উল্লেখ করে দলের নেতারা ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীও জানান। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা হলে ওইদিনই তাকে গ্রেফতার করা হয়। দুই বছরের বেশি সময় কারাগারে থেকে বর্তমানে শর্তসাপেক্ষে নির্বাহী আদেশে মুক্ত আছেন তিনি। এদিকে, ১৬ ফেব্রুয়ারী নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৫জনের অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছে আদালত।























