বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমন্ডলে ক্রিকেট পরাশক্তি হিসেবে আর্বিভূত হয়েছে
- আপডেট সময় : ০৯:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১৬২৫ বার পড়া হয়েছে
পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমন্ডলে ক্রিকেট পরাশক্তি হিসেবে আর্বিভূত হয়েছে। পুলিশের একটি টিম গঠনের মধ্য দিয়ে পুলিশ ক্রিকেট টিমকে এগিয়ে নিয়ে যেতে হবে– যাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে পারে।
বিকেলে ডাকার উত্তরা এপিবিএন মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চাম্পিয়নশিপ ২০২০-এর চুড়ান্ত ম্যাচশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আইজিপি বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের প্রশিক্ষণের একটা অংশ। খেলাধুলা শরীর গঠনে সহায়তার পাশাপাশি শৃঙ্খলাবোধ জাগ্রত করে– যা পুলিশের পেশাগত কাজে খুবই সহায়ক। তিনি প্রতিটি ইউনিটে নিয়মিত খেলাধুলার আয়োজন করার জন্য ইউনিট কমান্ডারদের নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ পুলিশ ক্রিকেটে এপিবিএন দল ডিএমপি দলকে ২০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ২০ ওভারের টুর্নামেন্টে টসে জিতে ব্যাট করতে নেমে এপিবিএন দল সব উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। ডিএমপি দল ১৪১ রানের জয়ের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১২০ রানে অলআউট হয়।










