বাংলাদেশ থেকে মানব পাচারে দু’টি বিমান সংস্থাও জড়িত

- আপডেট সময় : ০৮:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ থেকে মানব পাচারে দু’টি বিমান সংস্থাও জড়িত রয়েছে বলে জানিয়েছেন অপরাধ তদন্ত বিভাগ–সিআইডির প্রধান- অতিরিক্তি আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান। এসব এয়ারওয়েজ টিকিট জালিয়াতি করে অবৈধপথে মানবপাচারে সহায়তা করে বলেও তদন্তে উঠে এসেছে। ইতোমধ্যে শনাক্ত ছয় মানব পাচারকারীর সন্ধানে ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর কথা জানান তিনি। দুপুরে ঢাকার মালিবাগে প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির প্রধান।
লিবিয়ায় ২৬ বাংলাদেশী শ্রমিক নিহতের ঘটনায় দালাল চক্রের বিরুদ্ধে করা মামলার অগ্রগতি জানাতে এ সংবাদ সম্মেলন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
এ সময় সংস্থার প্রধান অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান মানবপাচার সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন । মানবপাচার মামলায় পলাতক ছয় আসামির সন্ধান চেয়ে ইন্টারপোলের কাছে এনই মধ্যে রেড নোটিশ পাঠানো হয়েছে। এরা হলেন- ইকবাল জাফর, তানজিরুল, স্বপন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা ও মিন্টু মিয়া। আর এই চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
মধ্যপ্রাচ্য ও ইউরোপের দুটি দেশকে টার্গেট করে মানবপাচার করতো দালালরা। সম্প্রতি সিলেট হবিগঞ্জ বানিয়াচং থানার মামলায় অভিযোগপত্র দেয়া হয়েছে বলে জানান তিনি।
নিরাপদ অভিবাসনে পররাষ্ট্র মন্ত্রণারয়ের সাথে আলোচনা হয়েছে বলেও জানান সিআইডির প্রধান ব্যারিষ্টার মাহবুবুর রহমান।
সিআইডির নেতৃত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর রহমান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন।
লিবিয়ায় মানবপাচার মামলার ছয় পলাতক আসামির সন্ধান চেয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির বিষয়ে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহবুবুর রহমান বলেন, মানবপাচারের তদন্তে নেমে এর সঙ্গে দুটি এয়ারলাইন্সের কর্মীদের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি।