বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়

- আপডেট সময় : ০২:৪৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
নানা কারণে আলোচনায় থাকা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়। সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক এ নির্বাচন চলবে বিকেল ৫টা পর্যন্ত।গত দুই মেয়াদে নির্বাচিত মিশা-জায়েদ জুটিকে হারাতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হতে লড়ছেন ইলিয়াস কাঞ্চন এবং নায়িকা নিপুণ।
এবার সমিতির ভোটার ৪২৮জন। ২০১৮ সালে মিশা-জায়েদ কমিটি দ্বারা ভোটাধিকার হারানো সমিতির ১৮৪ জন সদস্য এবারও ভোট দিতে পারছেন না। এ ব্যাপারে উচ্চ আদালতে রিট করা হলেও তা এখনো সুরাহা হয়নি।গতবারের মতো এবারও আরেকটি প্যানেলে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচন করছেন।নির্বাচনে জয়ের ব্যাপারে দুই প্যানেলের প্রার্থীরাই বেশ আশাবাদী। তবে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এবার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। অন্য দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।