বাংলাদেশ গেমসের অ্যাথলেটিকসে প্রথম স্বর্ণ জয়ী সেনাবাহিনীর ফরিদ মিয়া

- আপডেট সময় : ০৭:২৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের অ্যাথলেটিকসে প্রথম স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফরিদ মিয়া। এছাড়া হ্যামার থ্রোতে প্রথম হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ মাহফুজ হাসান।
অ্যাথলেটিকসের ম্যারাথনে তিনটি পদকই জিতেছেন সেনাবাহিনীর অ্যাথলিটরা। পুরুষদের ম্যারাথনে শুরু থেকেই নিজের সেরা ছন্দ ধরে রাখেন ফরিদ মিয়া। স্বর্ণ জয়ের পথে তিনি সময় নিয়েছেন দুই ঘণ্টা ৪৬ মিনিট ৩৮ সেকেন্ড। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রৌপ্য পদক জিতেছেন সেনাবাহিনীর ফিরোজ খান। তিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ৪০ মিনিট ৪০ সেকেন্ড। ব্রোঞ্জ পদকও পেয়েছেন একই বাহিনীর কামরুল ইসলাম। পুরুষদের হ্যামার থ্রোতে অবশ্য স্বর্ণপদক গেছে বাংলাদেশ নৌবাহিনীর ঘরে। ৫০ দশমিক আট পাঁচ মিটার দূরত্বে হ্যামার ফেলে প্রথম হন মোহাম্মদ মাহফুজ হাসান। রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শফিকুল ইসলাম। ব্রোঞ্জ পদক পেয়েছেন এই বাহিনীর জুয়েল ইসলাম।