বাংলাদেশ ক্রিকেট লিগ, দক্ষিণাঞ্চলের চেয়ে ৩৭৬ রানে পিছিয়ে পূর্বাঞ্চলের দলটি

- আপডেট সময় : ০৯:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিবিএলের ফাইনালে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করলো ইষ্ট জোন। দিন শেষে দক্ষিণাঞ্চলের চেয়ে ৩৭৬ রানে পিছিয়ে পূর্বাঞ্চলের দলটি।
প্রথম ইনিংসের সাউথের করা ৪৮৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষ ইষ্ট জোনের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। উদ্বোধনী জুটিতে ৬৩ রান যোগ করেন পিনাক ঘোষ ও মোহাম্মদ আশরাফুল। পিনাক ৩৮ ও আশরাফুল সাজঘরে ফেরেন ২৮ রানে। এরপর অধিনায়ক ইমরুল কায়েদ দ্রুত বিদায় নিলে ব্যাটিং বিপর্যয়ে পরে ইষ্ট জোন। মাহমুদুল হাসান ২১ ও শূন্য রান অপরাজিত আছেন আফিফ হোসাইন। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ উইকেটে ৩০৫ রান নিয়ে দিন শুরু করে সাউথ জোন। আগের দিন ৩৭ রান নিয়ে দিন শুরু করা সামসুর রহমান তুলে নেন হাফ সেঞ্চুরি। আউট হয়েছেন হয়েছেন ৭৯ রান করে। দ্রুত আব্দুর রাজ্জাক ফিরলেও শফিউল ইসলামকে নিয়ে ৮৮ রানের জুটি গড়েন ফরহাদ রেজা। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। ৩০ রান করে মোহাম্মদ আশরাফুলের শিকার হয়ে ফেরেন শফিউল। শেষ ব্যাটসম্যান আল আমিন হোসেন রান আউট হলে ১০৩ রানে অপরাজিত থাকেন ফরহাদ রেজা।