ঢাকা সেনানিবাসে ৪৬তম আইপিএএমএস’র লোগো উন্মোচন ও ওয়েবসাইট উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পেশাদারী যোগাযোগের মাধ্যমে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হওয়ার পাশাপাশি সামগ্রিক সম্পর্কেরও উন্নয়ন ঘটবে। সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এ আশাবাদ ব্যক্ত করেন।
সকালে ঢাকা সেনানিবাসে ৪৬তম IPAMS -এর লোগো উন্মোচন ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও ইন্দো-প্যাসিফিক এলাকার সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ও সম্মিলিত প্রয়াসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।