বর্ষা মৌসুম আসার আগেই ঢাকা মহানগরবাসীর ভোগান্তি দূরীকরণে কাজ চলছে : তাপস

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আগামী বর্ষা মৌসুম আসার আগেই ঢাকা মহানগরবাসীর ভোগান্তি দূর করতে ও জলাবদ্ধতা নিরসনে নিরলসভাবে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।
সকালে ঢাকার ধোলাইখাল পাম্পস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মেয়র বলেন, ওয়াসার কাছ থেকে খালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়ে খাল দখলমুক্ত করার পাশাপাশি ফুটপাতকেও দখলমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। এ সময় তিনি আরো বলেন, নতুন করে ঢাকা ওয়াসার যে সকল পাম্পস্টেশনের স্লুইচ গেট ও পানি নিষ্কাশনের স্থাপনাগুলো হস্তান্তর করা হয়েছে, অচিরেই সেসবের কাজ শুরু করার আশ্বাস দেন মেয়র তাপস। এছাড়াও দক্ষিণ সিটি করর্পোরেশন বিভিন্ন স্থাপনার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে জানিয়ে এসব প্রকল্প খুব শীঘ্রই শেষ করা হবে বলেও জানান মেয়র তাপস।