বর্তমান সরকারের সময় কেউ না খেয়ে নেই : খাদ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের সময় কেউ না খেয়ে নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
দুপুরে নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর সিএসডি এলাকায় ৪৮ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক খাদ্য সংরক্ষণাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতন হতে হবে। মানসম্মত ভেজালমুক্ত ও পঁচা-বাসি খাবার বিক্রি ঠেকাতে সতর্ক থাকতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিতে দেশে আইন আছে। জেলায় জেলায় অফিস রয়েছে। তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে বলেও জানান খাদ্যমন্ত্রী।
























