বর্তমান ফেইসে কয়লা না থাকায় সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন কার্যক্রম বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
বর্তমান ফেইসে কয়লা না থাকায় সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। পরবর্তী উৎপাদন শুরু করতে প্রায় দুই মাস সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার জানান, পুরাতন ফেইসে কয়লার মজুত শেষ হওযায় সেটি বন্ধ করে নতুন ফেইস চালু করা হবে। এজন্য আপাতত উৎপাদন বন্ধ। ইতোমধ্যেই কয়লার উৎপাদন অনেক কমে গেছে। ফলে ফেইসটি বন্ধ করে সেখান থেকে যন্ত্রপাতি স্থানান্তরের পর নতুন ফেইস চালু করা হবে। সব ঠিক থাকলে অক্টোবর মাসের শেষ সপ্তাহের দিকে কয়লা উত্তোলন সম্ভব হবে।