বরেণ্য অভিনেতা ও নাট্যকার ড. ইনামুল হককে বনানী কবরস্থানে দাফন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
বরেণ্য অভিনেতা ও নাট্যকার ড. ইনামুল হককে দাফন করা হয়েছে ঢাকার বনানী কবরস্থানে।
এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় ড. ইনামুল হকের মরদেহ। সেখানে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। পরে দুপুরে তার কর্মস্থল বুয়েট খেলার মাঠে জানাজা শেষে জোহরের নামাজের পর বনানী কবরস্থানে দাফন করা হয় তার মরদেহ। হৃদরোগে আক্রান্ত হলে সোমবার দুপুরে ড. ইনামুল হককে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে মুত্যুবরন করেন তিনি। তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

















