বরিশালের ফার্মেসীগুলোতে জীবন রক্ষাকারী ওষুধের সংকট

- আপডেট সময় : ০৩:২৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বরিশালের ফার্মেসীগুলোতে জীবন রক্ষাকারী ওষুধের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিম্যালেরিয়াল, ভিটামিন সি, অ্যাজিথ্রোমাইসিন জাতীয় ওষুধ পাওয়া যাচ্ছে না। উধাও হয়ে গেছে মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা প্রতিরোধের উপকরণ। পাওয়া গেলেও তা বেশী দাম দিয়ে কিনতে হচ্ছে। তবে ওষুধের এ সংকট মানতে নারাজ বরিশালের সিভিল সার্জন। আর মাঠ পর্যায়ে ক্রেতা-বিক্রেতাদের দাবি, এটা কৃত্রিম সংকট।
ফার্মেসি মালিকরা জানিয়েছেন, সরকার ছুটি ঘোষনার পর গত ৪-৫দিনে যে পরিমান ওষুধ বিক্রি হয়েছে, গত চার মাসেও তা বিক্রি হয়নি। চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় এ সব ওষুধের সংকট দেখা দিয়েছে। বিক্রয় প্রতিনিধিদের মাধ্যমে চাহিদাপত্র পাঠানো হলেও কাচামালের সংকটে উৎপাদন বন্ধ থাকায় সরবরাহও বন্ধ রয়েছে। আর প্রশাসনের কর্মকর্তারা গাড়ি ভরে হ্যান্ডস্যানিটাইজার কিনে নিয়েছেন। এরপরও তাদের চাহিদা মেটানো যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে কিছু অসৎ ব্যবসায়ীর কারসাজি।
বিক্রয় প্রতিনিধিদের মাধ্যমে ওষুধের বড় ব্যবসায়ীরা মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে তা বেশী দামে বিক্রি করছেন বলে অভিযোগ ক্রেতা ও বিক্রেতার।
ওষুধের কোন সংকট নেই, সংকট হওয়ারও কোন সম্ভাবনা নেই। ওষুধ প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে বলে জানালেন সিভিল সার্জন।
কৃত্রিম সংকট তৈরি করে কিছু ব্যবসায়ীর বেশি মুনাফা লাভের চেষ্টা এবং ওষুধের বাজার নিয়ন্ত্রনে নিয়মিত তদারকির ঘাটতি থেকেই এ সংকট দেখা দিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।