বরিশালে ৬ দফা দাবিতে পতাকা সমাবেশ অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বরিশালে ৬ দফা দাবিতে পতাকা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় নগরীর টাউন হলের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপিকা টুনু রানী কর্মকার। এসমসয় বক্তারা বলেন, ধনী গরীবের বৈষম্য, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, দুর্নীতি লুটেরা শ্রেনীর প্রভাবে দেশের মূল্যবোধ ও স্থিতিশীলতা এখন তলানীতে। কালো টাকার প্রভাবে সমাজ ব্যবস্থা গণতন্ত্রহীন হয়ে পড়েছে। এ অবস্থায় গণতন্ত্রমনা রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, শ্রমিক, কৃষকসহ সকল শ্রেনীর মানুষকে সোচ্চার হওয়ার আহবান জানান।