বরিশালে সরকারী ২ সংস্থার বিরুদ্ধে আ’লীগ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ১৮৩৫ বার পড়া হয়েছে
ভোট হবে পাতানো সুষ্ঠু হবেনা, সংবাদ সম্মেলন ডেকে এমনটাই বলেছেন, বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। তিনি দাবী করছেন সরকারের দুটি বিশেষ সংস্থা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছে।
সকালে নগরীর অক্সফোর্ড মিশন রোডস্থ জাতীয় পার্টির নির্বাচনী প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি। এবারও ২০১৮ সালের নির্বাচন করতে চাচ্ছে।
ক্ষমতাসীন দলের বহিরাগতরা এখনো বরিশালে অবস্থান করছে। তারা ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করে ভোটারদের প্রভাবিত করবে। এধরণের নকশা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। এনিয়ে তিনি লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার পাননি। সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।