বরিশালে মদ বিক্রি এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় ২৬ জন বদলি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ১৬০১ বার পড়া হয়েছে
বরিশালে অবৈধভাবে মদ বিক্রি এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকসহ ২৬ কর্মকর্তা ও কর্মচারীকে বদলি করা হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ সংক্রান্ত নোটিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ওয়েবসাইটেও দেয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক মোহাম্মদ মামুন সাক্ষরিত ওই অফিস আদেশে ২৫ জনকে দেশের বিভিন্ন স্থানে ২৬ এপ্রিলের মধ্যে যোগদান দেয়ার নির্দেশ দেয়া হয়। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম হাফিজুর রহমানকে পৃথক আদেশে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়।