বরিশালে পাইকার সিন্ডিকেটের কাছে জিম্মি মৌসুমী চামড়া ব্যবসায়ীরা

- আপডেট সময় : ০৫:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বরিশালে পাইকার সিন্ডিকেটের কাছে জিম্মি মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। নগরীর পদ্মাবতী পাইকারী বাজারে সিন্ডিকেটের বেধে দেয়া ইচ্ছা মাফিক দামেই কোরবানীর পশুর চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। ন্যায্য মূল্য না পওয়ায় অনেকেই চামড়া দান করে দিচ্ছেন। তাই এ বছর মৌসুমী ব্যবসায়ীদের তেমন একটা দেখা মেলেনি পদ্মাবতী পাইকারী বাজারে ।
গেল বছরের চামড়ার ধকল রয়ে গেছে এ বছরও। তার মধ্যে করোনার কারনে অনেকেই কোরবানী না দেয়ায় কমেছে পশুর চামড়া। সামান্য মূল্যে বিক্রি না করে বিনামূল্যে মাদ্রাসা থেকে শুরু কলে লিল্লাহ বোডিং এবং দরিদ্রদের দান করে দিয়েছেন মুসল্লিরা। আর সেই চামড়া পাইকারে বাজারে বিক্রি হচ্ছে মাত্র ২ থেকে ৩শ’ টাকা । কেউ কেউ ২০ থেকে ৫০ টাকা চেয়ে নিচ্ছেন। আবার কারো ভাগ্যে জুটছে ধমক।
পাইকারী ব্যবসায়ীদের অভিযোগ, কাঁচা চামড়া ব্যবসায়ীদের কোন ধরনের সুযোগ-সুবিধা দেয়া হয় না। এ কারনে ২২ জনের স্থলে ব্যবসায়ী রয়েছে মাত্র ৫ জন। ট্যানারী মালিকদের কাছে বকেয়া কোটি টাকার বেশি থাকলেও পেয়েছেন মাত্র এক লাখ টাকা ।
গত ১০ বছরের ব্যবধানে ঢাকার ট্যানারী ব্যবসায়ীদের কাছে পদ্মাবতী চামড়া মোকামের ব্যবসায়ীদের বকেয়া প্রায় ৫ কোটি টাকা।