বরিশালে দুই বছরের শিশুকন্যা ও তার মায়ের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বরিশালের মেহেন্দিগঞ্জের বদরপুরে দুই বছরের শিশুকন্যা তাসরিন ও তার মা সালমা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, গেলরাতে স্বামী আমজাদ হোসেনের সাথে সালমা আক্তারের ঝগড়া হয়। এরপর সকালে সালমা আক্তারের মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এবং শিশুর মরদেহ পাশে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। স্থানীয়দের ধারণা- শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মা সালমা বেগম নিজে আত্মহত্যা করেছেন। সকালে খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।




















