বরিশালে ট্রাকের ভার সইতে না পেরে ভেঙে পড়েছে ব্রিজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের ভার সইতে না পেরে বরিশালে স্টিল ব্রিজ ভেঙে পড়েছে।
সকাল সাড়ে ৫টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের বাবুগঞ্জ উপজেলার মাধবাপশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে পাথর বোঝাই ১০ চাকার একটি ট্রাক বরিশাল থেকে বানারীপাড়া যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আরেকটি ট্রাক উঠিলে ব্রিজটি কাঁপতে শুরু করে। এক পর্যায়ে অপর প্রান্তের ট্রাকটি নিরাপদে উঠে গেলেও পাথর বোঝাই ট্রাকটি ব্রিজ ভেঙ্গে পড়ে যায়। এরপর থেকেই বন্ধ রয়েছে ওই রুটের যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছে বরিশাল-বানারীপাড়া ও স্বরূপকাঠি রুটের যাত্রীরা। এদিকে, দ্রুত ব্রিজের মেরামত শুরু হলেও কাজ সম্পন্ন করতে তিন দিন লাগবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী।