বরিশাল সিটি নির্বাচনে বেশ কয়েক বিএনপি নেতার মনোনয়নপত্র প্রত্যাহার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
বরিশাল সিটি নির্বাচনে বিএনপির বেশ কয়েক জন নেতা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
তবে দলের নির্দেশনা অমান্য করে ১৮ নেতা নির্বাচনের মাঠে অনড় রয়েছেন। তাদের বহিষ্কার করা হবে বলে জানিয়েছে মহানগর বিএনপি।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিষেধ করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ দলের প্রতি আনুগত্য দেখিয়েছে। দলের সিদ্ধান্ত অমান্যকারীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের বহিষ্কারের জন্য কেন্দ্রে তালিকা পাঠানো হবে।