বরিশাল জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড করা হচ্ছে

- আপডেট সময় : ০১:৫২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা রোগীর চাপ কমাতে বরিশাল জেনারেল হাসপাতালকে ডেডিকেটেড করা হচ্ছে। এখানে এক সাথে এক’শ করোনা রোগীর চিকিৎসা দেয়া যাবে। তবে, রোগী ভর্তির আগে হাসপাতালের সব সংকট দূর না করলে বিশৃংখলা দেখা দেবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
বরিশাল জেনারেল হাসপাতালকে করোনা রোগীদের জন্য সংরক্ষিত করার অনুমোদন দিয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কিছু দিনের মধ্যেই তা বাস্তবায়িত হবে। তখন সাধারণ রোগী ভর্তি বন্ধ করে দেয়া হবে। শুধু আউটডোর খোলা থাকবে
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, করোনা রোগী ছাড়া অন্যদের ভর্তি করা হবে না। এখানে সেন্ট্রাল অক্সিজেনের জন্য ছ’হাজার লিটার ধারন ক্ষমতাসম্পন্ন ট্যাংক স্থাপন করা হয়েছে। বোতলজাত অক্সিজেন রয়েছে মাত্র ৮৭টি। তবে, আইসিইউ সুবিধা নেই।
ডেডিকেটেড হাসপাতালে শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে জেনারেল, এইচডিইউ এবং আইসিইউ ইউনিট চালু করতে হবে। পাশাপাশি চিকিৎসক-নার্সদের প্রশিক্ষনের দাবি জানিয়েছে, বিভাগ উন্নয়ন পরিষদ।
সিভিল সার্জন জানান, ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসায় উপকৃত হবেন রোগীরা। তবে, নানা সংকটের কথা তুলে ধরেন জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন।
বরিশাল বিভাগ, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাসহ পদ্মার এপাড়ের ১৪ জেলা শহর থেকে প্রতিনিয়ত করোনা রোগী আসছে চিকিৎসা নিতে।