বরগুনার লালদিয়ার চর থেকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র জব্দ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৭৯০ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগর সংলগ্ন বরগুনার পাথরঘাটা উপজেলার লালদিয়ার চর থেকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র জব্দ করেছে কোস্টগার্ড।
ভোরে একটি মাছধরা ট্রলারে অভিযান চালিয়ে অস্ত্রগুলো জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান। তিনি জানান, ট্রলারে তল্লাশি চালিয়ে ৭টি দেশীয়ভাবে তৈরি পিস্তল, ১৪ টি একনলা বন্দুক ও ১০ দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।