বরগুনায় নিরাপদ নৌভ্রমণ নিশ্চিতের দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৬২৬ বার পড়া হয়েছে
বরগুনায় নিরাপদ নৌভ্রমণ নিশ্চিতের দাবিতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকালে বরগুনা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে যাত্রীদের জানমাল রক্ষার্থে ৬ দফা দাবি তুলে ধরে সংগঠনটি। দাবিগুলো হচ্ছে, প্রত্যেক দুর্ঘটনায় নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে, জনপ্রতি লাইফ জ্যাকেটের ব্যবস্থা করতে হবে, আধুনিক অগ্নিনির্বাপক প্রযুক্তি নিশ্চিত করতে হবে, দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করতে হবে, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা থেকে বিরত থাকারও দাবি জানানো হয়।