বন্ধ ঘোষিত সরকারী পাটকলের শ্রমিকদের দু’ ধাপে পাওনা সমূদয় অর্থ পরিশোধ করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বন্ধ ঘোষিত সরকারী পাটকলের শ্রমিকদের দু’ ধাপে পাওনা সমূদয় অর্থ পরিশোধ করা হবে। অর্ধেক দেয়া হবে নগদে, বাকি অর্ধেক দেয়া হবে সঞ্চয়পত্রের মাধ্যমে। পাশাপাশি শ্রমিকদের পুনর্বাসনও করা হবে।
সকালে শ্রমিকদের ‘শতভাগ’ পাওনা বুঝিয়ে দিয়ে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর। এসময় শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, পাটকল বন্ধ ঘোষণা করা মানে এগুলোকে শেষ করে দেয়া না। এসব পাটকল পিপিপি প্রকল্পের আওতায় আবার নতুন করে যাত্রা শুরু করবে। তাই শ্রমিকরা একেবারে কর্মহীন হচ্ছে না। আপাতত ভালো জায়গায় যেতে কিছুদিনের বেদনা থাকবে।























