বনানীতে আহমেদ টাওয়ারের আগুন আধঘন্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস
- আপডেট সময় : ০২:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৬০৭ বার পড়া হয়েছে
রাজধানীর বনানীতে আহমেদ টাওয়ারের আগুন আধঘন্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাসীষ বর্ধন।
সকালে সাড়ে এগারোটার দিকে ২২ তলা বিশিষ্ট বনানীর আহমেদ টাওয়ারের ১৬ তলায় কর্পোরেট অফিসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের আধঘন্টা চেষ্টায় ১২ টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিক ভাবে ফায়ার সার্ভিসের ধারণা শট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করে ফায়ার সার্ভিস।। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন। ক্ষয়ক্ষতির পরিমানও জানা যায়নি। তবে, তদন্ত কমিটির মাধ্যমে আগুনের ঘটনা উদঘাটন করা হবে বলেও জানান তিনি। এসময় ভবনের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।গেল বছরের মার্চে বনানী এফআর টাওয়ারের আগুনের ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। আহমেদ টাওয়ার তার পাশের ভবন।




















