বদলে যাচ্ছে মৌলভীবাজারের মনু নদের বামতীর
- আপডেট সময় : ০৬:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজার পর্যটন এলাকা হলেও জেলা শহরে ছিল না পর্যাপ্ত কোন বিনোদন কেন্দ্র। সড়ক ও বিনোদন কেন্দ্রের কাজ শেষ হলে অনেকাংশে কমে যাবে শহরের যানজট। শহরবাসী পাবেন আধুনিক ও আকর্ষনীয় বিনোদন কেন্দ্র।
বদলে যাচ্ছে মৌলভীবাজারের মনু নদের বামতীর। মনু নদের শহর অংশের বামতীরে গড়ে উঠছে নান্দনিক বিনোদন কেন্দ্র। সঙ্গে নির্মিত হচ্ছে শহরের যানজট নিরসনের লক্ষ্যে বিকল্প সড়ক। শহরের শান্তিবাগ এলাকায় ‘মনু নদের পাড়ে সড়ক, শিশুপার্ক, পাঁয়ে হাঁটার পথ ও সৌন্দর্যকরণ’ প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এই প্রকল্পে চাঁদনীঘাট মনু সেতু থেকে ডাকঘর পর্যন্ত ৮০০ মিটার আরসিসি ঢালাই সড়ক পথ নির্মাণ করা হচ্ছে। একটি ক্যান্টিন, নারী ও পুরুষের জন্য পৃথক দুটি শৌচাগারও থাকবে। নদের পাড়ের সৌন্দর্য বাড়াতে ফুল ও নানা জাতের বাহারি গাছ লাগানো হবে। এডিবির অর্থায়নে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ১১ লাখ ১৬ হাজার ২৮৫ টাকা।
সড়ক ও বিনোদন কেন্দ্রটি নির্মিত হলে শহরবাসীর মুক্ত নি:শ্বাস ফেলার সুযোগ পাবেন বলে জানালেন স্থানীয় বাসিন্দা ও সাবেক এই ব্যাংক কর্মকর্তা।
শান্তিবাগ এলাকায় বিনোদন কেন্দ্র নির্মাণের কাজ চলছে। পৌর- মেয়রের আশা, প্রকল্পটি বাস্তবায়ন হলে শহরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, সেই সাথে বাড়বে দর্শনার্থীর সংখ্যা।










