বদলে গেছে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম

- আপডেট সময় : ০৭:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
বদলে গেছে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম। দালাল ছাড়াই আবেদনের তিন থেকে সাত দিনের মধ্যেই খতিয়ান, ম্যাপ বা জমিজমার গুরুত্বপূর্ণ কাগজপত্র পাচ্ছে সেবাপ্রত্যাশীরা। মাসে ১০ হাজারেরও বেশি পরচা বিতরণ করছে কর্তৃপক্ষ। কর্মকর্তাদের ব্যাপারেও কঠোর মনিটরিং চলছে বলে জানায় জেলা প্রশাসন।
মাদারীপুরে জমির কাগজপত্রের জন্য মাসের পর মাস অপেক্ষা আর দালালের দৌরাত্মে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। এখন তা বদলে গেছে। দালাল আর দুর্নীতিমুক্ত এখন জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম। আবেদন করার তিন থেকে সাত দিনের মধ্যেই সেবা সাধারণ মানুষ।
রেকর্ড রুমের কর্মকর্তা জানান, সেবা আরও দ্রুত পৌঁছে দিতে ডিজিটাল কার্যক্রম হাতে নিয়েছে সরকার। জেলা প্রশাসন বলছে, কর্মকর্তা-কর্মচারিদের ব্যাপারেও বাড়ানো হয়েছে নজরদারি। গড়ে প্রতিদিন চার’শ থেকে পাঁচ’শ মানুষ কাগজ-পত্রের জন্য আবেদন করে। তাদের সেবা দিতে এখানে কাজ করছে মাত্র পাঁচ জন কম্পিউটার অপারেটর।