বড়দিন উপলক্ষে পাবনায় খ্রীস্টান সম্প্রদায়দের মধ্যে উৎসবের আমেজ
- আপডেট সময় : ০৫:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৭ বার পড়া হয়েছে
২৫ ডিসেম্বর খ্রীস্টান সম্প্রদায়দের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ’শুভ বড়দিন’। এই উৎসব কে সামনে রেখে পাবনায় খ্রীস্টান সম্প্রদায়দের মধ্যে বিরাজ করছে উৎসব আমেজ। উপাসনালয়,বাড়ি আলোকসজ্জা, ক্রিস্টমার্স ট্রি সাজানোসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খ্রীস্টান সম্প্রদায়ের মানুষ।
বেথেলহেমের এক গোশালায় মাতা মেরির গর্ভে জন্ম নেন খৃষ্ট ধর্মের প্রবতক যিশু খ্রীস্ট। সারাবিশ্বের খ্রীস্ট ধর্মে বিশ্বাসীরা মহাসমারোহে পালন করেন সেই যিশু খ্রীষ্টের জন্মতিথি ‘শুভ বড়দিন’।
‘শুভ বড়দিন’ উদযাপনে পাবনার খ্রীস্টান সম্প্রদায়ের বাড়ি গুলো এখন উৎসবমুখর। গির্জা গুলো সাজানো হচ্ছে নানা রং বেরংয়ের সাজে। এছাড়া বাড়িঘর আলোকসজ্জা, গোশালা তৈরী, ক্রিস্টমার্স ট্রি সাজানোসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। স্বজনদের সাথে বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে গ্রামের বাড়িতে এসেছে আত্বীয় স্বজনরা। বড়দিন উপলক্ষ্যে যিশুর আগমন বার্তা সবাইকে জানান দিতে চলছে নগরকীর্তন। অতিথিদের আপায়নে ব্যস্ত বাড়ির গৃহিনীরা। শিশুদের মধ্যেও কমতি নেই এই উৎসব আনন্দের।
যিশু খ্রীষ্টের দেখানো আলো ও কল্যাণের পথে মানুষ সুখে শান্তিতে বড়দিন উৎযাপন করবে এবং জগতে শান্তি-ন্যায় প্রতিষ্ঠা হবে-এমনটাই আশা করেন এই ধর্ম যাজক।
বড়দিন কে ঘিরে জেলা পুলিশের পক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।
পাবনার ২৪ টি র্গীজায় শুভ বড়দিনের উপাসনা অনুষ্ঠিত হবে।




















