বছরের শেষ সূর্যগ্রহণ হয়েছে আজ সকালে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৬০৯ বার পড়া হয়েছে
বছরের শেষ সূর্যগ্রহণ হয়েছে আজ সকালে। এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’।
চাঁদ সূর্যের সামনে গিয়ে ধীরে ধীরে ঢেকে ফেলে সূর্যকে। গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখায়। ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া অধিদপ্তর বলছে, বলয়গ্রাস সূর্যগ্রহণ বাংলাদেশে আংশিক দেখা গেছে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হয় সকাল ৯টা ৩৬ মিনিটে। এ সময় থেকে চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলতে শুরু করে। সূর্যগ্রহণ শেষ হয় দুপুর ১২টা ৬ মিনিটে। বিশেষজ্ঞরা অবশ্য এ সময় খালি চোখে সূর্যের দিকে তাকাতে নিষেধ করেন।