বছরের চার মাসই পানিতে বসবাস ৫০ হাজার পরিবারের

- আপডেট সময় : ০৬:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
প্রায় ২০ বছর ধরে জলাবদ্ধতার শিকার সাতক্ষীরা পৌরসভাসহ সদর উপজেলার ৫০ হাজারেরও বেশি পরিবার। বছরের প্রায় চার মাসই পানিতে বসবাস করতে হয় তাদের। ইতিমধ্যে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে জেলা নাগরিক কমিটি। মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে ঝাড়ু মিছিলও করেছে এলাকাবাসী। কিন্তু, কোনো কিছুতেই দুর্ভোগ কমানোর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
সাতক্ষীরা পৌরসভার ২২টি গ্রাম এখনও পানির নিচে রয়েছে। এসব গ্রামের ৫০ হাজারেরও বেশি পরিবার চরম ভোগান্তির শিকার হচ্ছে।পানি জমে থাকায় এবার বোরো আবাদ হুমকির মুখে পড়েছে। অতিবৃষ্টিতে বেতনা ও মরিচ্চাপ নদীর পানিতে নিমজ্জিত হয়ে আছে। স্থানীয়রা জানায়, শহরের বেশিরভাগ এলাকা টানা বর্ষনে তলিয়ে গেছে।
দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধি।
বেতনা নদী খনন করলে জলাবদ্ধতা দুর হবে বলে জানান, এই কর্মকর্তা।
জরুরিভিত্তিতে পানি অপসারণ করা না হলে এলাকার কৃষি ও আর্থ- সামাজিক খাতে স্থায়ী প্রভাব পড়বে।