বঙ্গোপসাগরে মাছ ধরার জাহাজ ডুবে গেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের সেন্টমার্টিন বঙ্গোপসাগরে মাছ ধরার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে জীবিত ও ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে কোষ্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।
কোষ্টগার্ড জানায়, চট্টগ্রাম থেকে ২৬ জন জেলেসহ এফভি যানযাবিল নামে একটি মাছ ধরার জাহাজ এক সপ্তাহ আগে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে মাছ ধরতে যায়। এসময় জাহাজটি ডুবে ৪ জন মারা যায়। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকী ৯ জন এখনো নিঁখোজ রয়েছে। মাছ ধরার জাহাজটি ডুবে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেন। ডুবে যাওয়া জাহাজের এখনও সন্ধান পাওয়া যায়নি। সকালে হঠাৎ ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হলে জাহাজটি ডুবে যায়।