বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, মৃত ১৫ জীবিত উদ্ধার ৭৩ রোহিঙ্গা

- আপডেট সময় : ০৭:২৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ১৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৭৩ জনকে। নিখোঁজ রয়েছে আরো কয়েকজন। সকাল ৭টার দিকে কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার রাতে দালালদের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে টেকনাফ উপকূল দিয়ে দুটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়। সকাল ৭টার দিকে সাগরের নীচে প্রবাল পাথরের সাথে ধাক্কা লেগে একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে ৭০ জন রোহিঙ্গা ও ১০ বাংলাদেশী ছিলেন। কোস্টগার্ড জানায়,সেন্ট মার্টিন দ্বীপের সাত থেকে আট কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারের অধিকাংশ যাত্রী কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।উদ্ধার হওয়া কয়েকজন রোহিঙ্গা জানায়, প্রত্যেকেই ৪০ হাজার টাকার বিনিময়ে দালালদের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে মালয়েশিয়া যাচ্ছিলো।
আহতদের টেকনাফ ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযানে নেতৃত্বে থাকা নৌবাহিনী কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে ১১ জন রোহিঙ্গা নারী। বাকি ৪টি শিশুর মরদেহ। জীবিত উদ্ধার ৭৩ জনের মধ্যে ২৪ পুরুষ, ৪৬ নারী ও তিনটি শিশু রয়েছে। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে কোস্টগার্ডের তিনটি দল, বর্ডার গার্ড বাংলাদেশ ও সেন্ট মার্টিন বোট মালিক সমিতিসহ বিভিন্ন সংস্থা।