বঙ্গমাতা গেল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ বাংলাদেশ চ্যাম্পিয়ন খেলোয়াড়কে সংবর্ধনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বঙ্গমাতা গেল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ বাংলাদেশ চ্যাম্পিয়ন খুলনা বিভাগীয় দলের খেলোয়াড়কে কুষ্টিয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বেলা ১১টার দিকে কুমারখালী উপজেলা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো আব্দুর রশিদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান ও সংবর্ধিত কৃতি খেলোয়াড় আম্বিয়া খাতুন। আলোচনা সভা শেষে কৃতি খেলোয়াড় আম্বিয়ার হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।