বঙ্গবাজারের ধ্বংসস্তুপ আগামীকাল নাগাদ সরিয়ে নেয়া সম্ভব হবে : ডিএসসিসি

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৭১১ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বঙ্গবাজারের ধ্বংসস্তুপ অপসারণে দ্বিতীয় দিনের কাজ চলছে।
আগামীকাল নাগাদ ধ্বংসস্তুপ পুরোপুরি সরিয়ে নেয়া সম্ভব হবে বলে আশা কর্তৃপক্ষের। ঈদের আগে ব্যবসায়ীদের সীমিত পরিসরে ব্যবসা শুরুর লক্ষ্য নিয়েই কাজ চলছে। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত পূর্ণবাসণ পেলে ঈদকে সামনে রেখে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে চান তারা। অস্থায়ীভাবে ব্যবসায়ীদের বসার ব্যবস্থা করতে দোকানের তালিকা প্রস্তত করার কথা জানায় দোকান-মালিক সমিতি। এদিকে, ট্রেড লাইসেন্সসহ জরুরি কাগজপত্র তোলার ঝামেলা এড়াতে, ঢাকা জেলা প্রশাসন চালু করা ওয়ানস্টপ সার্ভিসে জড়ো হচ্ছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। চলছে সরকারি সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি