বঙ্গবাজার অগ্নিকাণ্ডে আ’লীগের প্রভাবশালী নেতারা জড়িত : ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
বঙ্গবাজার অগ্নিকাণ্ডে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের ১২ দলীয় জোটের বৈঠক শেষে তিনি বলেন, আওয়ামী লীগ আবারো পাতানো নির্বাচন করার পাঁয়তারা করছে, তাই জাতিসংঘের সুষ্ঠু নির্বাচনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীনরা।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে, বিএনপি’র ১২ দলীয় জোটের লিঁয়াজো কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ঈদের পরে যুগপৎ আন্দোলন রূপরেখা ঠিক করতে এই বৈঠক। পরে সংবাদ সম্মেলনে জানান শরিক দলের নেতারা।
বিগত নির্বাচনের মতো আবারও একটি ষড়যন্ত্রের নির্বাচনের পাঁয়তারা চলছে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
বঙ্গবাজারের আগুন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন নিরপেক্ষ তদন্ত হলেই বেরিয়ে আসবে এর নেপথ্যে কারা রয়েছে।