বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আজও ঢাকাসহ বিভিন্ন জেলায় মানববন্ধন
- আপডেট সময় : ০৮:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আজও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে রাজধানীর কাকরাইলে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্সের নেতারা। এসময় বক্তারা- ভাস্কর্য অবমাননায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় নেয়ার দাবি জানান।
সকালে নেত্রকোনায় আওয়ামী সাংস্কৃতিক ফোরাম জেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর চরপাড়া মোড় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এইচ. এম ফারুক।
দিনাজপুরের বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর অংগ-সংগঠনেরর নেতাকর্মীরা।
যশোরেও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও স্বজনরা। দুপুরে বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড যশোরের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা সংসদ ঝালকাঠি জেলা শাখার ব্যানারে সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
একই দাবিতে সকালে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



















