বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসব
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসব।
অংকুর নাট্য একাডেমী ও ঝিনাইদহ শিশু-কিশোর নাট্য দলের আয়োজনে গেলরাতে জেলা শিল্পকলা একাডেমীতে উৎসবের উদ্বোধন করা হয়। শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আমল বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে পরিবেশিত হয় নাচ গান ও কবিতা আবৃত্তি। পরে ১৯ শতকের মহাজনি ব্যবসায় ও একটি পরিবারের আর্থিক দৈন্যতা নিয়ে রচিত রম্য নাটক ‘রসভঙ্গ’ পরিবেশন করা হয়।


















