বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
- আপডেট সময় : ০৬:৪৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা, বরিশাল, মানিকগঞ্জ, জয়পুরহাট ও ময়মনসিংহে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলা কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট জিয়াউল হাসান, সার্কেল এডজ্যুডেন্ট মনিরুল ইসলামসহ বাহিনীর অন্যান্য সদস্যরা।
মুজিব বর্ষ উপলক্ষ্যে বরিশালে ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির ১ হাজার চারা বিতরণ করেছে আনসার ভিডিপি।বেলা সাড়ে ১১টায় নগরীর কাশীপুরে জেলা আনসার ভিডিপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা আনসার ভিডিপির কমান্ডার সৈয়দ ইফতেহার আলী এ চারা বিতরণ করেন। এ সময় উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক একেএম ইদ্রিস আলী আকন উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনসার ভিডিপি মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে একযোগে সাতটি উপজেলা ও জেলা সদরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা কার্যালয় চত্তরে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন কমান্ডার শুভ্র চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ডার এস,এম রায়হান হেলাল, ৩৮ আনসার ব্যাটালিয়ন কোম্পানী কমান্ডার মো. আরিফুল ইসলাম।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাটে বৃক্ষরোপন অভিযান ও আনসার ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে আনসার অফিসে এর উদ্বোধন করেন জেলা আনসার কমান্ডার আশরাফুজ্জামান।
বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে মক্তাগাছা উপজেলার ডাকবাংলো মাঠে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন নাসরীন উপস্থিত ছিলেন।
পিরোজপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সকালে এসব ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন বাংলাদেশ আনসার ও ভিডিপি’র জেলা কমাড্যান্ট মোঃ সাজ্জাদ মাহমুদ,























