বঙ্গবন্ধুর খুনিদের আইনী প্রক্রিয়া শেষে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে : অ্যাটর্নী জেনারেল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর খুনিরা দুই একটি দেশে পালিয়ে আছে, আইনী প্রক্রিয়া শেষ হলে তাদেরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এমন মন্তব্য করেছে নব-নিযুক্ত অ্যাটর্নী জেনারেল এ এম আমিন উদ্দিন।
দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। করোনাকালিন মামলাজট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে অনেক দিন ধরে মামলাজট রয়েছে। তাই মামলাজট শেষ করার জন্য ছুটি কমানোর কথাও বলেন তিনি। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।