বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীরকে দেশে ফিরিয়ে আনতে চাইলেও যুক্তরাষ্ট্র দিচ্ছে না : পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৬০১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীরকে আশ্রয় দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। তাকে দেশে ফিরিয়ে আনতে চাইলেও যুক্তরাষ্ট্র দিচ্ছে না। একটা খুনিকে তারা আশ্রয় দিয়েছে। তারাই আবার আইনের কথা বলে, কথা বলে মানবতার—এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ।
শনিবার আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, রেব সদস্য ও প্রতিষ্ঠানটির প্রতি যে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট তা দেশের জনগণ গ্রহণ করেনি। দেশের সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে রেব কাজ করছে। তাদের প্রতি জনগণের আস্থা আছে। এরকম একটা প্রতিষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য ঠিক হয়নি বলেও জানান মন্ত্রী।
























