বঙ্গবন্ধুর আদর্শ আর চেতনাকে ধারণ করে দেশ গঠনে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে এগিয়ে আসার আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর আদর্শ আর চেতনাকে ধারণ করে দেশ গঠনে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ডর উদ্দেশ্য ছিল স্বাধীনতা আর বঙ্গবন্ধুর চেতনাকে মুছে ফেলা।
সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীকার ও স্বাধীনতার লড়াইয়ে বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও দেশপ্রেমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে জনগনের পাশে থাকতে হবে। বঙ্গবন্ধুর সংগ্রামে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের সহযোগীতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যে কোন সংকটে দলের হাল ধরেছেন বঙ্গমাতা।











