বঙ্গবন্ধুকে হত্যা জাতির জন্য অপূরণীয় ক্ষতিঃ স্বাস্থ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে যখন এগিয়ে যাচ্ছেন, তখনই তাকে হত্যা করা হয়ছে। যা জাতীর জন্য অপুরণীয় ক্ষতি এবং যা কখনও পুরণ হবার নয়।
দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে-আয়োজিত ঐতিহাসিক ৭ ই মার্চের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের মধ্য দিয়ে জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে। তার মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের উদ্ভুদয়। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছে।