বঙ্গবন্ধুকে হত্যা করে যে মিথ্যাচার হয়েছিলো আজ তা ডাস্টবিনে পতিত হয়ে সত্যের জয় হয়েছে: শেখ সেলিম

- আপডেট সময় : ০৭:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুকে হত্যা করে যে মিথ্যাচার হয়েছিলো আজ তা ডাস্টবিনে পতিত হয়ে সত্যের জয় হয়েছে। আরএ কারণেই শেখ হাসিনা সোনার বাংলা গড়ার কাজ করছেন। বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।
বিকালে গোপালগঞ্জে ই-পাসপোর্টের উদ্বোধনীয় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।শেখ ফজলুল করিম সেলিম বলেন, ক্ষমতায় না আসলে আওয়ামী লীগ মুজিব বর্ষ পালন করতে পারতো না। শতবর্ষ পালন আমাদের সৌভাগ্য। বঙ্গবন্ধু মাটি ও মানুষের জন্য কাজ করে গেছেন। তার কাছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান বলে কোন ভেদাভেদ ছিল না। আলোচনা সভা শেষে ফিতা কেটে ই-পাসপোর্টের উদ্বোধন ও কাযর্ক্রম পরিদর্শন করেন শেখ সেলিম। এ সময় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী ইমদাদুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।