বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে যানজট
- আপডেট সময় : ১২:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দেশের মহাসড়কেও বাড়ছে ঈদে বাড়ি ফেরার মানুষের চাপ। ঈদে উত্তর-দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরমুখো জনস্রোতে যানজট দেখা যাচ্ছে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমের সংযোগ মহাসড়কে।
বিধিনিষেধ জারির পর থেকে বন্ধ রয়েছে দুরপাল্লার বাস। ফলে অনেকটা ঝুঁকি নিয়েই বাড়ি ফিরতে যাত্রীরা ব্যবহার করছেন মাইক্রোবাস, প্রাইভেট কার, ট্রাক ও মোটরসাইকেল। গন্তব্যে পৌঁছুতে যাত্রীরা গাদাগাদি করেতো যাচ্ছেনই সঙ্গে গুণছেন কয়েকগুণ বেশি ভাড়া। এদিকে জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী যানবাহনগুলো অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।
এদিকে, ঢাকা- আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ গতদিনের তুলনায় বেড়েছে। মঙ্গলবার ভোর থেকেই প্রাইভেট কার, মোটরসাইকেল, ইজিবাইক, পিকআপসহ অভ্যান্তরীণ জেলার বাস চলাচল শুরু করেছে। সকালে বৃষ্টি দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে ঈদ ঘরমুখো যাত্রীদের। মহাসড়কে টহল দিচ্ছে বিজিবি।

















