বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
ঘন কুয়াশা ও অতিরিক্ত গাড়ির চাপে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
গতকাল সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার কারণে সেতুর উভয় পাড়ের টোলপ্লাজা থেকে সীমিত আকারে যানবাহন ছাড়া হচ্ছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এছাড়া মহাসড়কের এলেঙ্গা অংশে সড়ক সম্প্রসারণ কাজ ও খানাখন্দের কারণে পরিবহন ধীরগতিতে চলছে। এদিকে, ঘন কুয়াশার কারণে সেতুতে সতর্কতার সাথে চলাচল করতে লিফলেট বিতরণ করা হচ্ছে।