বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ ৫৮ শতাংশ শেষ

- আপডেট সময় : ০৫:২৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / ১৬১১ বার পড়া হয়েছে
ঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মূল অবকাঠামো বসানোর কাজ চলছে। সেতুটির ৫৮ ভাগ কাজ শেষ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই উদ্বোধন করা যাবে বলে প্রত্যাশা রেল কর্তৃপক্ষের।
জাপান-বাংলাদেশের অর্থায়নে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ। যমুনা নদীর উপর দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু সেতুর ৩শ’ মিটার উজানে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে দুই প্রান্তেই দিনরাত ধরে খাটছেন শ্রমিকরা।
আপস….
৪ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ ডাবল ট্র্যাকসহ এ রেল সেতুর মোট ৫০টি পিলারের মধ্যে ইতিমধ্যে ২২টি পিলারের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। বাকী ২৮টির কাজও বিভিন্ন পর্যায়ে চলমান রয়েছে।
দ্রুত গতির কাজে সেতুটির ৫৮ ভাগ কাজ শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই উদ্বোধন করা যাবে বলে জানাচ্ছেন প্রকল্প পরিচালক।
যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু এই সেতু রেল যোগাযোগে আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরী হবে বলে জানান মন্ত্রী।
রেলসেতু উদ্বোধনের পর বঙ্গবন্ধু সেতু ও মহাসড়কের ওপর চাপ কমবে। ফলে পণ্য সরবরাহে পাওয়া যাবে নতুন সুযোগ। এ জনপদের মানুষের ভাগ্য পরিবর্তন হবে বলে প্রত্যাশা স্থানীয় জনগণ ও রাজনৈতিক ব্যক্তি।
রেল সেতুটি চালু হলে প্রতিদিন মালবাহীসহ ৬৮টি ট্রেন চলাচল করবে।