বঙ্গবন্ধু বিশ্বাস করেননি দেশের মানুষ তাকে হত্যা করতে পারে : প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা দখলকারীরা জাতির পিতাকেই শুধু হত্যা করেনি, বিজয়ের ইতিহাস বিকৃত করার পাশাপাশি বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেছে।
সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস স্মরণে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন,বলেন, বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করতে পারেনি, দেশের মানুষ তাঁকে হত্যা করতে পারে। এসময় দেশের যে কোন আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের ভুমিকার কথা উল্লেখ করে, দুঃসময়ে ছাত্রলীগকে সংগঠিত রাখতে বঙ্গমাতার গুরুত্ব ভুমিকার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। জিয়াউর রহমানই প্রথম মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলো, এমন অভিযোগ করে, বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে নিজেদের কর্মকান্ডের মাধ্যমে ছাত্রলীগের গৌরবময় ঐতিহ্যকে ধরে রাখতে নেতাকর্মীদের আহবান জানান প্রধানমন্ত্রী।